• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ফরিদপুরে আরও ৮ জনের প্রাণহানি


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৫:৩৫ পিএম
ফরিদপুরে আরও ৮ জনের প্রাণহানি

ফরিদপুরে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। তাদের ছয়জন করোনায় ও দুইজন উপসর্গে মারা নিয়ে মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ৪২৪ জন।

শনিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

একই সময়ে ৪৩৭ জনের নমুনা পরীক্ষা করে ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনার বিপরীতে শনাক্তের হার ৪৮ দশমিক ৯৭। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ১৮ হাজার ৯১৭ জনের।

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় হয়ে মারা গেছেন ফরিদপুর সদরের ফিরোজা বেগম (৬০), ভাঙ্গার কায়েস মুন্সী (৫০), মধুখালীর মহিরুণ বেগম (৭৬), মাগুরার মোহাম্মদপুর উপজেলার শহীদ খান (৫৩), আব্দুর রহমান (৯৫) এবং পটুয়াখালীর গলাচিপার বিপুল রায় (৫৫)।

সিভিল সার্জনের কার্যালয় আরও জানায়, ফরিদপুরে পিসিআর ল্যাবে শনাক্ত ২১৪ জনের মধ্যে ফরিদপুর সদরে ১০৫, আলফাডাঙ্গায় ৬, ভাঙ্গায় ২৬, বোয়ালমারীতে ৫, নগরকান্দায় ১৩, মধুখালীতে ২৭, সদরপুরে ১৪, চরভদ্রাসনে ১১ ও সালথায় ৭ জন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৩১৮ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ২৩১ জন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন এবং সুস্থ হয়েছেন ৪৩ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪২৪ জন।

Link copied!