‘প্রোগ্রাম শ্যাষ, খাবার লইয়া গ্যাঞ্জাম লাগছে’


সাভার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৯:৪৪ পিএম
‘প্রোগ্রাম শ্যাষ, খাবার লইয়া গ্যাঞ্জাম লাগছে’

ঢাকার সাভারে কৃষক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে খাবার নিয়ে আবারও হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে আয়োজকদের পক্ষ থেকে দায়িত্বশীল কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। 
এর আগে ১৫ আগস্ট জাতির পিতার শাহাদাতবার্ষিকীতেও আশুলিয়া থানা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে খাবার নিয়ে হুড়োহুড়িতে আহত হন ইউপি চেয়রাম্যানসহ চারজন।

মঙ্গলবার (৩১ আগস্ট)  বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাহী কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে।

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহসম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন, “আমরা গেছিই ৫-৭ জন পোলাপান। প্রোগ্রাম শ্যাষ, খাবার লইয়া গ্যাঞ্জাম লাগছে। আমগো পোলাপান ওই জায়গায় আছিলো পর চইলা আসছে।  তবে কেউ আহত হয় নাই। ওইখানে মনে করেন যে, কেউ কাউরে চেনে না। এই হলো ঘটনা।

অনুষ্ঠানে উপস্থিত ঢাকা জেলা উত্তর কৃষক লীগের আহ্বায়ক মহসিন করিমকে অনেকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

এ বিষয়ে অনুষ্ঠানের প্রধান বক্তা সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন জানিয়ে ফোন কেটে দেন।

তবে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এমন কাণ্ডে দুঃখ ও চরম হতাশা প্রকাশ করেছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা।

হাসিনা দৌলা বলেন, “নতুন লোকজন যাদের নিয়েছে বা দাওয়াত করেছে, তারা আওয়ামী লীগ সম্বন্ধে কিছু জানে না। বঙ্গবন্ধু সম্বন্ধে কিছু জানে না। বঙ্গবন্ধু যে স্বাধীনতার জন্য জীবন দিয়ে গেলেন—এই কথাটা যদি চিন্তা করে। তাহলে না খেয়ে সারা দিন বসে থাকবে।”

Link copied!