সাভারে রুমা (২৭) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ রাজাশন এলাকার সার্ড স্কুলসংলগ্ন এলাকায় নিহতের বাবার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
রুমা দক্ষিণ রাজাশন এলাকার মহিউদ্দিন মোল্লার মেয়ে। তার স্বামী মোবারক হোসেন দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন। এ সুবাদে বেশির ভাগ সময় তার একমাত্র সন্তান নিয়ে রুমা তার বাবার বাড়িতেই থাকতেন। সেখানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে রুমা যথারীতি খেয়ে ঘুমিয়ে পড়েন। প্রতিদিন তিনি ভোরে ঘুম থেকে উঠতেন। কিন্তু বৃহস্পতিবার না ওঠায় তার ঘরে যান পরিবারের সদস্যরা। এ সময় তার রক্তাক্ত দেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তাহমিদুল জানান, কী কারণে ওই হত্যাকাণ্ড হয়েছে, এ নিয়ে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।