মানিকগঞ্জের ঘিওরে পুত্রবধূর যৌন হয়রানির মামলায় শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের সাড়ে ১৩ ঘণ্টার মধ্যে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে।
বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় ঘিওর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, উপজেলার সিংজুরী ইউনিয়নের বীর সিংজুরী এলাকায় সাইদুল ইসলাম (৪৭) তার পুত্রবধূকে দীর্ঘদিন ধরেই কুপ্রস্তাব দিত। এক সন্তানের জননী বিষয়টি তার স্বামী ও স্থানীয় গণমান্য ব্যক্তিদের কাছে বলেও কোনো প্রতিকার পাননি। পরে মঙ্গলবার রাতে ওই গৃহবধূ থানায় এসে বিষয়টি পুলিশকে জানান। পরে ঘিওর থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব তাৎক্ষণিক পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সার্বিক দিকনির্দেশনায় রাত ৪টার দিকে আসামিকে গ্রেপ্তার করেন।
ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জিজ্ঞাসাবাদসহ তদন্ত ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণ করে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ১০ ধারায় আদালতে চার্জশিট দাখিল করা হয়।