কঠোর লকডাউনে জরুরি পণ্যবাহী গাড়ীর সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিতে পার হচ্ছে যাত্রী ও ব্যক্তিগত গাড়ী। এই নৌরুটের দুই ঘাটেই এসব যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পার হচ্ছে।
বুধবার (২৮ জুলাই) পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ফেরি ভিড়তেই যাত্রীদের ওঠা-নামার বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে ঘাটে। যাত্রীবাহী পরিবহণ বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়েই মোটরসাইকেল, সিএনজি ও ব্যক্তিগত গাড়ি ভাড়া করে যাতায়াত করছেন যাত্রীরা। মহাসড়ক এড়িয়ে চেকপোস্ট ফাঁকি দিয়ে চলাচল করছে এসব যানবাহন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, জরুরি পণ্যবাহী পরিবহণ, রোগী ও লাশবাহী গাড়ী পার করার জন্য ৯টি ফেরি সচল রাখা হয়েছে। এ সুযোগে কিছু যাত্রী ও ছোট গাড়ীও পার হয়ে যাচ্ছে।
এদিকে, মানিকগঞ্জের সড়ক মহাসড়কে যানবাহন ও মানুষজনের অবাধ চলাচল দেখা গেছে। বুধবার সকাল থেকেই ঢাকা আরিচা মহাসড়ক ও হেমায়েতপুর সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে রিকশা, ভ্যান, অটোরিকশা, ব্যক্তিগত ছোটগাড়ি, মোটরসাইকেল বিভিন্ন অযুহাতে চলাচল করছে। তবে যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে শপিংমল ও দোকানপাট।
মানিকগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। নিয়মভঙ্গ করে যে সকল যানবাহন চলাচল করছে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা ।