• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

নড়াইল বিএনপির লুকোচুরি অনশন


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০২:৩২ পিএম
নড়াইল বিএনপির লুকোচুরি অনশন

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার দাবিতে দেশব্যাপী বিএনপির অনশন কর্মসূচি পালিত হলেও নড়াইলে চলেছে লুকোচুরি।

শনিবার (২০ নভেম্বর) সকাল ১১টা থেকে নড়াইল চৌরাস্তায় অনশন কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও ১১টা পর্যন্ত বিএনপি কার্যালয়ে কোনো নেতা-কর্মীর দেখা পাওয়া যায়নি। 

বিএনপি সূত্রে জানা গেছে, সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ম্যার্টানির্টি রোডের বাড়ির সামনে দলীয় নেতা-কর্মীরা হাজির হলে পুলিশ বাধা দেয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বসার রুমে সংক্ষিপ্ত অনসনে বসে নেতা-কর্মীরা। এ সময় সাংবাদিকদের ছবি না তোলার জন্য অনুরোধ করেন মনিরুল ইসলাম। 

এরপর চিত্রাপাড়ে ফেরিঘাট এলাকায় বসার কথা থাকলেও সেখানে গিয়ে দলীয় নেতা-কর্মীদের সদর উপজেলা সদস্যসচিব মুজাহিদুর রহমান পলাশকে কলোড়া ইউনিয়ন কমিটি নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। জেলার গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন প্রশাসনিক লোকেরা সারা দিন খুঁজেও অনশনের কোনো খবর পাননি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, “ভাই আমরা পুলিশের সঙ্গে আলোচনা করে একটু প্রোগ্রাম করেছি। এটা নিউজ করার দরকার নাই, তাহলে আমরা আর প্রোগ্রাম করতে পারব না।”

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন বলেন, “যার যার কর্মসূচি সেই করবে এখানে পুলিশের সাথে আলোচনা করার কোন বিষয় নাই। এটা বিএনপি সম্পাদকের নিজস্ব কথা।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!