কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলার উখিয়া উপজেলার লাম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন লাম্বাসিয়া রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন। তবে কে বা কারা মুহিবুল্লাহর উপর হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মুহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে নিজের অফিসে বসা ছিলেন মুহিবুল্লাহ। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। যার তিনটিই তার বুকে লাগে। পরে রক্তাক্ত অবস্থায় মুহিবুল্লাহকে উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
২০১৯ সালে রোহিঙ্গা ক্যাম্পে মহাসমাবেশের আয়োজন করে আলোচনায় আসেন মুহিবুল্লাহ। একই বছর তিনি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন।