• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষ, আটক ৫


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৫:৫২ পিএম
দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষ, আটক ৫

নোয়াখালীর হাতিয়া উপজেলায় দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সংঘর্ষকালে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন জিন্টু (৩৬),হারুন (৩৭) লিটন (৩৫) মোশারফ (৩৬) ও আজিম বেপারী (২৭)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার ঘাসিয়া চরে বুধবার রাত ৩টার দিকে ডাকাত খোকন গ্রুপ এবং ফোকরা বাহিনী সংঘর্ষে লিপ্ত হয়। এমন খবরের ভিত্তিতে কোস্টগার্ড ঘাসিয়ার চরে অভিযান চালায়। ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর চর আবদুল্লাহ থেকে ডাকাত খোকন বাহিনীর ৫ সদস্যকে আটক করে কোস্ট গার্ড।

এ সময় তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গোলা, ছয়টি রামদা ও পাঁচটি বল্লম জব্দ করা হয়। পরে অস্ত্রসহ ডাকাতদের হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।       
 

Link copied!