• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

তিস্তায় ধরা পড়ল ৮ মণ ওজনের শুশুক


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৩:১৩ পিএম
তিস্তায় ধরা পড়ল ৮ মণ ওজনের শুশুক

রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীতে জালে ধরা পড়েছে ৮ মণ ওজনের শুশুক।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ভোরে শুশুকটি ডাঙায় নেওয়ার পর মারা যায়।

কাউনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার জানিয়েছেন, টেপামধুপুর ইউনিয়নের চর গানাই গ্রামের জেলেরা ভোরে তিস্তায় মাছ ধরতে জাল ফেললে আটকা পরে শুশুকটি। এসময় তারা আতঙ্কিত হয়ে পরেন। স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় শুশুকটিকে নদী থেকে ডাঙায় তোলা হয়। পরে দড়ি দিয়ে শক্ত করে শুশুকটির মুখ বেঁধে গ্রামে আনা হলে বহু মানুষ দেখতে ভিড় করেন।

খবর পেয়ে তিনি এসআই মাসুদ আর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে এসে দেখেনে অনেক আগেই সেটি মারা গেছে। দুপুরে শুশুকটি মাটি চাপা দেওয়া হয়। 

Link copied!