ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে তিস্তার পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী গ্রামগুলোতে পানি ঢুকতে শুরু করেছে।
নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানায়, বুধবার দুপুর ১২টা থেকে তিস্তার পানি বাড়তে থাকে। দুপুর ১২টায় বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এরপর পানি বেড়ে বিকেল ৩টায় বিপৎসীমার ১০ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ৭০ সেন্টিমিটার) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, পানির গতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্বছাতনাই, পূর্ব খড়িবাড়ী, কিছামত ছাতনাই, ছোটখাতা, হরিশের চরসহ আটটি চরের বসতবাড়িতে পানি উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নুরুল ইসলাম জানান, দুপুর ১২টায় বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এরপর পানি বেড়ে বিকেল ৩টায় বিপৎসীমার ১০ সেন্টিমিটার (বিপৎসীমা ৫২ দশমিক ৭০ সেন্টিমিটার) ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
                
              
																                  
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




































