• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ১১:১৫ এএম
ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনে জিহাদুল ইসলাম (২৯) নামের ফরিদপুর জেলা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে ওই ছাত্রলীগ নেতা পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের (সিটিটিসি) কাছে চার দিনের রিমান্ডে রয়েছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার হন জিহাদুল। পরের দিন বুধবার (১৮ আগস্ট) ঢাকার সিএমএম আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জিহাদুল ইসলাম ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোতাশী মহল্লার বাসিন্দা। তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সহসভাপতি ছিলেন।

জানা যায়, ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য মো. আবুল হাসানকে নিয়ে ‘রহিমা সুলতানা’ নামের একটি ফেসবুক আইডি থেকে দীর্ঘদিন ধরে মানহানিকর ও অপপ্রচারমূলক নানা পোস্ট দিয়ে আসছিল। আবুল হাসান বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রামের বাসিন্দা।

এ ঘটনায় আবুল হাসান বাদী হয়ে ডিএমপির কোতোয়ালি থানায় চলতি বছরের ২০ জুন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ১৮ জুলাই তিনি একই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের (সিটিটিসি) ঢাকা সিটির সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন একটি দল ১৭ আগস্ট যাত্রাবাড়ী থানার নয়ানগর এলাকার ১৭ নম্বর বাসা থেকে জিহাদুলকে গ্রেপ্তার করে।

মামলার বাদী আবুল হাসান বলেন, “দীর্ঘদিন ধরে জিহাদুল আমি ও আমার পরিবারের নামে ফেসবুকে বিভিন্ন বাজে পোস্ট দিয়ে আসছিল। আমি কোনো উপায় না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি।”

মামলার তদন্তকারী কর্মকর্তা সাইবার টেররিজম ইনভেস্টিগেশন ইউনিটের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ফেসবুকে ‘রহিমা সুলতানা’ নামের ভুয়া আইডিটি জিহাদুল পরিচালনা করতেন। তাকে গ্রেপ্তারের সময় তার মোবাইল ফোনে ওই ভুয়া আইডিটি লগইন অবস্থায় পাওয়া যায়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!