• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬
‘জোর করে’ বাল্যবিয়ে

বরের অভিযোগে কনে জেলে


ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০৬:৫০ পিএম
বরের অভিযোগে কনে জেলে

এবার ঠাকুরগাঁওয়ে ‘জোর করে’ মিজানুরের (২৬) নামের এক যুবকের সঙ্গে নাবালিকা মেয়ের বাল্যবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কনে, ইউপি চেয়ারম্যান, কাজী ও স্থানীয় সাংবাদিকসহ ৯ জনকে গ্রেপ্তার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) জামিন নিতে আদালতে গেলে বালিয়াডাঙ্গী দসুও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, কাজী আব্দুল কাদের, কনে ও স্থানীয় সাংবাদিক আবুল কালামসহ ৯ জনের জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, সম্প্রতি এক শালিসের মাধ্যমে বালিয়াডাঙ্গি উপজেলা চাড়ল ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের খাদেমুলের নাবালিকা মেয়ের সঙ্গে একই গ্রামের মিজানুরের (২৬) বিয়ে হয়। 

তবে বর মিজানুর নাবালিকা মেয়ের সঙ্গে জোরপূর্বক বিয়েটি দেওয়া হয়েছে জানিয়ে ঠাকুরগাঁও কোর্টে ৯ জনকে আসামি করে একটি মামলা করেন। 

এ বিষয়ে বর মিজানুর বলেন, “এক বিচার শালিসের নামে অন্যায়ভাবে আমাকে নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। তাই এই বিষয়ে আমি সঠিক বিচার দাবি করছি।

এদিকে পুরো বিষয়টিকে রহস্যজনক বলে এর সঠিক তদন্ত দাবি করেছেন আসামির স্বজনরা। 

এ নিয়ে তাদের দাবি, মেয়েটিকে নাবালিকা বলা হচ্ছে, এটি তার দ্বিতীয় বিয়ে। আগেই যেখানে তার একটি বিয়ে হয়েছিলো তাহলে সে কীভাবে নাবালিকা হয়?

এর আগে পটুয়াখালীতে মো. নাজমুল আকন (২৩) নামের এক কলেজছাত্রকে অপহরণ করে অন্যত্র নিয়ে জোরপূর্বক বিয়ে করার অভিযোগ উঠে মোসা. ইশরাত জাহান পাখি (২৫) নামের এক তরুণীর বিরুদ্ধে।

এ ঘটনায় গত ৩ অক্টোবর নাজমুল বাদী হয়ে ওই তরুণীকে প্রধান আসামি করে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। মামলায় আরও ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

নাজমুল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের জালাল আকনের ছেলে। সে পটুয়াখালী সরকারি কলেজের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র। অভিযুক্ত ইশরাত জাহান পাখি একই উপজেলার গাজিপুর এলাকার মো. আউয়ালের মেয়ে।

পরে গত মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ওই তরুণী তার বাবার বাড়িতে ফিরে যায়। এদিকে তার দাবি অনুযায়ী স্বামী নাজমুলসহ ৩ জনকে আসামি করে পাখির পক্ষ থেকে গত ১২ অক্টোবর পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক মামলা করা হয়।

 এ ঘটনায় পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম মামলাটি গ্রহণ করে আসামিদের আগামী ৬ ডিসেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।


 

Link copied!