• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০৯:০০ পিএম
ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটির কোনাবাড়ীর ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ তেঁতুলতলা এলাকায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে লায়ন কামালের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের চারটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিবিএল মিনি ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, “ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও  ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”

এতে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Link copied!