মোংলায় পশুর নদীতে নোঙ্গর করে রাখা এম ভি মোকসেদুর-ফেনী নামের একটি কার্গো জাহাজ থেকে পড়ে জাহাজটির লস্কর জাবের আলী (৪৫) নিখোঁজ হয়েয়েছে।
সোমবার (২১ জুন) বেলা ১১টার মোংলা বন্দরের কাছে তিনি নদীতে পড়ে যান। এরপর থেকে তার সন্ধানে নদীতে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস।
নিখোঁজ জাবের আলী নড়াইল জেলার চুনখোলা গ্রামের মৃত হাসেম বিশ্বাসের ছেলে।
কার্গো জাহাজটির মাস্টার আব্দুর রশিদ সংবাদ প্রকাশকে জানান, তারা কার্গো জাহাজে করে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরিতে পণ্য নিয়ে এসেছিলেন। পণ্য খালাসের পর ওই সিমেন্ট ফ্যাক্টরির সমনেই পশুর নদীতে তাদের জাহাজটি বাঁধা ছিল। বেলা ১১টার দিকে জাহাজটি ছাড়ার জন্য জাবের আলী রশি খুলতে গেলে রশিতে পা পেঁচিয়ে তিনি নদীতে পড়ে যান।
বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী সংবাদ প্রকাশকে জানান, নিখোঁজের সন্ধানে নদীতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।