জামালপুর পৌর শহরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে মো. রুবেল মিয়া (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। নিহতের নাম মুসলিমা বেগম (৩০)।
শুক্রবার (২০ আগস্ট) সকালে জামালপুর পৌর শহরের পূর্ব নয়াপাড়ার একটি বাসা থেকে মুসলিমা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মুসলিমা বেগম পৌর শহরের পূর্ব নয়াপাড়া এলাকার মোকছেদ আলীর মেয়ে। এক বছর আগে জেলার মেলান্দহ উপজেলার ঝাউগড়া কমলার মোড় এলাকার আলম মিয়ার ছেলে রুবেলের সঙ্গে বিয়ে হয় মুসলিমা বেগমের। নিহত মুসলিমার দ্বিতীয় স্বামী মো. রুবেল মিয়া। নিহত মুসলিমার স্বামী একজন শ্রমিক। ঘটনার পর থেকে তিনি পলাতক।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিয়ের কিছুদিন যেতে না যেতেই, তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। প্রায়ই দুজনের মধ্যে ঝগড়া লাগত। ছয় মাস আগে মুসলিমা বেগমকে পিটিয়ে পা ভেঙে দিয়েছিলেন রুবেল মিয়া। তার ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ২টার দিকে দুজনের ঝগড়া লাগে। ঝগড়ার এক পর্যায়ে রুবেল মিয়া তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘরের বিছানায় লাশ ফেলে, ওই রাতেই তিনি পালিয়ে যান। সকালে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড। ঘটনার পর থেকে স্বামী পলাতক। মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানা হয়েছে। এ ঘটনায় থানার একটি মামলার প্রস্তুতি চলছে।





































