• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

জামালপুরে নতুন আক্রান্ত ৫৮ জন, একজনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ১২:৫৪ এএম
জামালপুরে নতুন আক্রান্ত ৫৮ জন, একজনের মৃত্যু

জামালপুরে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া সরিষাবাড়ির রঘুনাথপুরের ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। ১ জুলাই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা পজেটিভ আসলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৪ জুলাই তার মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যু ৫৪ জনে দাঁড়ালো।

মঙ্গলবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন প্রণয় কান্তি দাস।

সকাল ১০টায় হাসপাতালের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ৩৫ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ৫টি নমুনা পরীক্ষায় ১ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ১২৮টি নমুনা পরীক্ষায় ২২ জনসহ মোট ২৯৭টি নমুনা পরীক্ষায় ৫৮ জন শনাক্ত হয়েছে।

এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ১৩ জন, মেলান্দহ উপজেলায় ৫ জন, মাদারগঞ্জ উপজেলায় ১০ জন, ইসলামপুর উপজেলায় ৫ জন, সরিষাবাড়ী উপজেলায় ১৩ জন, দেওয়ানগঞ্জ উপজেলায় ৭ জন ও বকশীগঞ্জ উপজেলায় ৫ জন কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে সংক্রমণ শনাক্ত ৩১৩৮ জন।

Link copied!