ঢাকার ধামরাইয়ে আকসির নগর নামে এক আবাসন কর্তাব্যক্তিদের বিরুদ্ধে ভয়-ভীতি দেখিয়ে জমি দখল করার অভিযোগে ওঠেছে। অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের ১১ জন কর্মকর্তা ও কর্মচারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে ধামরাই থানার পরিদর্শক (ওসি অপারেশন) নির্মল কুমার দাস আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (৪ আগস্ট) রাতে তাদেরকে আবাসন প্রকল্পের অফিস থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আকসির নগর আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলামের খালাতো ভাই সোহাগ মিয়া (২৩) আমিনুল ইসলাম (৩৮), সুজন হোসেন (২২), নাছির উদ্দীন (৩৭), শফিকুল ইসলাম (২৮), রাসেল (২২), সাইফুল ইসলাম (৩৪), আলমগীর হাওলাদার (৩১), নান্নু শেখ (২৩), মাসুদ রানা (১৮) ও মো হোসাইন (৩৩)।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানায়, ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মামুরা এলাকায় কাইজারকুণ্ড, মাখুলিয়া, সাস্তাপুর, সীতি ও সাচনা মৌজায় বিভিন্ন ব্যক্তির ফসলি জমি কেনে গড়ে ওঠে আবাসন প্রকল্প। সেখানে ক্রয় কৃত ফসলি জমিতে আবাসনের কর্তাদের নির্দেশে বালু ভরাটের কাজ চালাচ্ছিলেন শ্রমিকরা। সেই সঙ্গে আবাসনের পাশে ব্যক্তি মালিকানাধীন জমিও জোরপূর্বক বালু দিয়ে ভরাটের অভিযোগ ওঠে আবাসনটি বিরুদ্ধে।
এ বিষয়ে ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, আকসির নগর আবাসন প্রকল্পের বিরুদ্ধে কয়েকটি মামলা করেছেন স্থানীয়রা। সেই অভিযোগের ভিত্তিতে ১১ জনকে আটক করা হয়েছে।
তাদের সকলকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আরও যদি কেউ অভিযোগ করে সেটা তদন্ত করে মামলা নেওয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।















-20251222091605.jpeg)





















