• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহার


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০১:৪৮ পিএম
চট্টগ্রামে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

চট্টগ্রাম মহানগর পরিবহন মালিক গ্রুপ পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

শনিবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে সংগঠনের সভাপতি বেলায়েত হোসেন বেলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

বেলায়েত হোসেন বেলাল বলেন, “চট্টগ্রাম মহানগরীতে রোববার (৭ নভেম্বর) সকাল ৬টা হতে গণপরিবহন চলবে।” 

ওই পরিবহন নেতা আরও বলেন, “একটি চক্র রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছে। তারা সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেট কার চলাচলে বাধা দিচ্ছে।”

সে জন্য ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Link copied!