• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

গাংনীতে বেসরকারি হাসপাতাল সিলগালা


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ৯, ২০২২, ০৩:৩৭ পিএম
গাংনীতে বেসরকারি হাসপাতাল সিলগালা

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে অবস্থিত সেন্ট্রাল হসপিটাল নামের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্র সিলগালা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ একটি দল সেখানে অভিযান চালায়।

সেন্ট্রাল হসপিটালটির বৈধ নিবন্ধন না থাকায় তা সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। এছাড়া যাদের বৈধ নিবন্ধন রয়েছে, তাদের নিয়ম মেনে প্রতিষ্ঠান চালানোর নির্দেশ দেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুব্রত রাণী জানান, কিছুদিন আগে এ প্রতিষ্ঠানটিতে এসে নিবন্ধনকরণের জন্য নোটিশ প্রদান করা হয়। কিন্তু কর্তৃপক্ষ নিবন্ধন না করায় নিয়মানুযায়ী সিলগালা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
 

Link copied!