• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

খুলনায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৩:১৬ পিএম
খুলনায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

খুলনায় বিএনপির সমাবেশে পুলিশ ও দলটির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (২২ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

খুলনা মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল বলেন, “কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছিল। এ সময় নেতার্মীদের ওপর পুলিশ চাড়াও হয় এবং লাঠিচার্জ করে। ‌দু’দফায় পুলিশ হামলা চালায়। এতে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে।”

এদিকে দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় দৈনিক জন্মভূমি পত্রিকার সাংবাদিক দেবব্রত রায়ও আহত হয়েছেন। এ সময় তাকে সদর হাসপাতালে নেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে নগর বিএন‌পি সভাপ‌তি নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, “পু‌লিশ অতি উৎসাহী হ‌য়ে মারমুখী আচরণ শুরু ক‌রে‌ছে। তা‌দের আঘা‌তে আমা‌দের কিছু নেতাকর্মী আহত হ‌য়ে‌ছেন। পু‌লিশ আমা‌দের দমা‌তে পার‌বে না। খুলনার জনগণ রক্ত দি‌তে প্রস্তুত। স্বরাষ্ট্রমন্ত্রী রোববার ব‌লে‌ছেন বিএন‌পি তা‌দের নেত্রীর মু‌ক্তির জন‌্য যেকোনো আন্দোলন কর‌তে পা‌রে। সেখা‌নে পু‌লিশ কোনো আক্রমণ কর‌তে পারবে না। অনুম‌তি দেওয়া স‌ত্ত্বেও পু‌লিশ আমা‌দের ওপর চড়াও হ‌য়ে‌ছে।”

Link copied!