• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ২


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১, ১২:৪৩ পিএম
খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ২

খাগড়াছড়ি রিজিওনের সেনাসদস্যরা অভিযান চালিয়ে ইউপিডিএফের (প্রসীত) দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে।

শুক্রবার (১৩ আগস্ট) ভোরে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাংগালতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

নিরাপত্তা বাহিনী জানায়, বাঘাইহাট জোনের সেনাসদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে করেংগাতলী আর্মি ক্যাম্প থেকে ৪.৫ কিলোমিটার উত্তর দিকে উত্তর বাংগালতলী নামক এলাকা থেকে অভিযান চালিয়ে ওমর চাকমা (৩৪) ও রকেট চাকমা (২২) নামে দুইজনকে অস্ত্রসহ আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি এলজি পিস্তল, দুই রাউন্ড গুলি, চাঁদা সংগ্রহের রসিদ বই, মোবাইল ফোন ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়। 

আটকদের বিরুদ্ধে করেংগাতলী এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বাঘাইছড়ি থানায়  হস্তান্তর করা হয়।

Link copied!