• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

কুমিল্লায় করোনায় আরও ৪ জনের মৃত্যু


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০৬:৫৬ পিএম
কুমিল্লায় করোনায় আরও ৪ জনের মৃত্যু

কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলার ১৭ উপজেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক নারী ও তিনজন পুরুষ।

এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৮৬০ জনে। এছাড়াও নতুন করে ২৫৩ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন।

মীর মোবারক হোসাইন বলেন, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় এক হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষায় ২৫৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬ হাজার ২০৫ জনে। আক্রান্তের হার ১৮ দশমিক ৬ শতাংশ।

জেলা সির্ভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৪৮, আদর্শ সদরের ৮, বুড়িচংয়ে ৬, ব্রহ্মণপাড়ায় ৯, চান্দিনায় ২, চৌদ্দগ্রামে ২৩, লাকসামে ৩, দাউদকান্দিতে ৪০, লাকসামে ১৪, লালমাইয়ে ৮, নাঙ্গলকোটে ২৯, বরুড়ায় ২০, মনোহরগঞ্জ ৫, মুরাদনগর ৩, মেঘনায় ১৫, তিতাসে ১২ এবং হোমনা উপজেলায় ৮ জন রয়েছে।

ডা. মীর মোবারক হোসাইন আরও বলেন, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বুড়িচং, চান্দিনা, নাঙ্গলকোট ও বরুড়া উপজেলায় একজন করে মৃত্যু হয়েছে।

Link copied!