• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

করোনার উপসর্গে ইউপি চেয়ারম্যানের মৃত্যু


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ১১:৫২ এএম
করোনার উপসর্গে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস গাজী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন।

রোববার (২৫ জুলাই) রাত ১২টার দিকে তিনি রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে গাজী বনি ইসলাম রুপক।

গাজী বনি ইসলাম রূপক বলেন, “ঈদের পরের দিন (২৩ জুলাই) বাবার শরীরে জ্বর ও বুকের ব্যথার কারণে মহাখালী ডিএনসিসি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি করোনায় আক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু এখনো করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।”

তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Link copied!