• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

‘করোনার তৃতীয় ঢেউ সামাল দেওয়া কঠিন হবে’


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০৯:৩৫ পিএম
‘করোনার তৃতীয় ঢেউ সামাল দেওয়া কঠিন হবে’

মনে রাখতে হবে, তৃতীয় ঢেউয়ে করোনার সংক্রমণ বেড়ে গেলে সামাল দেওয়া কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

শুক্রবার (২৭ আগস্ট) রংপুর বিভাগে চার দিনের সফরকালে নীলফামারীতে হাসপাতাল পরিদর্শনে এসে এ কথা বলেন আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

বর্তমানে দেশে সংক্রমণ ও মৃত্যু কমে এসেছে উল্লেখ করে আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, “করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধে আমাদের সজাগ থাকতে হবে।”

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “এখন বর্ষার মৌসুম, অনেকেই করোনাভাইরাসে সংক্রমিত হলেও সাধারণ সর্দি-জ্বর বা কাশিতে আক্রান্ত বলে ধরে নিচ্ছেন। পরীক্ষা বা চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না। আমরা মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রামে গ্রামে মাইকিং করার পরামর্শ দিয়েছি। বাড়ি বাড়ি রোগীর খোঁজ রাখতে বলেছি।”

সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক চার দিনের সফরে বৃহস্পতিবার (২৬ আগস্ট) রংপুর বিভাগ পরিদর্শনে আসেন। বৃহস্পতিবার রাতেই নীলফামারীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।

আজ সকালে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ পরিদর্শনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। তার সঙ্গে ছিলেন পরিচালক (সিডিসি) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান, ডিডি ডা. জসীমউদ্দিন, ঢাকার সিভিল সার্জন ডা. মইনুল আহসান বাপ্পি ও নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির প্রমুখ।

খুরশীদ আলম বলেন, “আমরা প্রথম ঢেউ অতিক্রম শেষে এখন দ্বিতীয় ঢেউ অতিক্রম করছি। এটি সামাল দিতে সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।”

Link copied!