• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ঈদ উপলক্ষে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২১, ০৫:২৩ পিএম
ঈদ উপলক্ষে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গা সীমান্তে মিষ্টি বিনিময় করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বুধবার (২১ জুলাই) বেলা ১২টায় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্তে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী।

বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার ও কোম্পানি কমান্ডারের পক্ষে এই মিষ্টি বিনিময় করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার শহিদ হোসেন, আইসিপি পোস্ট কমান্ডার নায়েব সুবেদার আলমগীর হোসেন। বিএসএফ’র পক্ষে ছিলেন গেঁদে কোম্পানি কমান্ডার এসি নাগেন্দ্র পাল, পোস্ট কমান্ডার জয় শংকর। 

বিশেষ বিশেষ দিনগুলোতে সীমান্তে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করবে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। 

Link copied!