জামালপুরের মেলান্দহে ৫০ পিস ইয়াবা টেবলেটসহ মো. শফিকুল ইসলাম শান্ত (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২.৩০টার দিকে জামালপুরের র্যাব-১৪ (সিপিসি ১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে মেলান্দহ উপজেলার পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে শান্তকে আটক করা হয়।
আটক শান্ত মাদক ব্যবসায়ী পাঠানপাড়া গ্রামের মো. আবু শামার ছেলে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।