কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ঘোষিত ১৫ সদস্যের দলে নেই জাহানারা আলম।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়, শৃঙ্খলাজনিত কারণে দল থেকে বাদ পড়েছেন এই তারকা। ২০২২ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক জানিয়েছেন, ‘জাহানারা জিম্বাবুয়েতে কোচ, ক্রিকেটারদের সঙ্গে যে আচরণ করেছে, সেটার জন্য আরও কঠিন শাস্তি পেতে পারত। তার শৃঙ্খলাজনিত সমস্যার কারণে শুধু সতর্ক করতেই তাকে আমরা বাদ দিয়েছি।’
এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে সালমা খাতুনের জায়গায় অধিনায়ক হিসেবে অভিষিক্ত হয়েছেন নিগার সুলতানা। তিনি ওয়ানডে ফরম্যাটেরও অধিনায়ক।
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, রিতু মনি, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আকতার মেঘলা ও সুরাইয়া আজমিন।
স্ট্যান্ড বাই : জাহানারা আলম, নুজহাত তাসনিয়া, খাদিজাতুল কোবরা।