সোমবার (২৮ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে মোহামেডান খেলবে শেখ জামালের বিপক্ষে। হঠাৎই গুঞ্জন, গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে দেখা যাবে সাকিব আল হাসানকে। আসলেই কি তিনি খেলবেন?
দক্ষিণ আফ্রিকায় সিরিজ অর্ধসমাপ্ত রেখে সাকিব দেশে এসেছেন তার পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তির খবর পেয়ে। তার অসুস্থ তিন সন্তান, মা ও শাশুড়ির মধ্যে শাশুড়ির অবস্থা গুরুতর। তিনি ক্যানসারের চতুর্থ ধাপে আছেন।
তবে বিসিবির পক্ষ থেকে সাকিবকে খেলতে অনুমতি দেওয়া হয়েছে। এখন খেলার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে সাকিবের ওপর। এমন কঠিন ও জটিল পারিবারিক অবস্থায় সাকিব খেলতে চাইলে খেলবেন। তবে দলের পক্ষ থেকে তাকে জোর করা হবে না বলে নিশ্চিত করেছে মোহামেডান।
মোহামেডান ক্রিকেট কমিটির অন্যতম শীর্ষ কর্মকর্তা সাব্বির রোববার বলেন, “সাকিবের লিগ খেলার অনুমতি মিলেছে বোর্ডের কাছ থেকে। তবে আমরা সাকিবকে খেলার বিষয়ে চাপ দিচ্ছি না। কারণ, তার শাশুড়ির অবস্থা বেশ খারাপ। ক্যানসার ফোর্থ স্টেজ। এ রকম পরিস্থিতিতে তাকে খেলার কথা বলা যায় না। সাকিবের ওপর ছেড়ে দিয়েছি। সে খেলতে চাইলে খেলবে।”