ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত আসরে অস্ট্রেলিয়ান বাঁহাতি ব্যাটার ডেভিড ওয়ার্নার তার দল সানরাইজার্স হায়দরাবাদের একাদশে জায়গা হারিয়েছিলেন। তবুও এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে পৃথিবীর সেরা টুর্নামেন্ট বলে মন্তব্য করেছেন তিনি। শুধু তাই নয়, আইপিএল খেলার মাধ্যমে অস্ট্রেলিয়া জাতীয় দলের জন্যও বেশ গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন ওয়ার্নার। যা আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করতে তাকে সাহায্য করে।
অজি সাবেক তারকা পেসার ব্রেট লির সঙ্গে এক পডকাস্টে ওয়ার্নার এসব মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, ‘যখনই আমি ভারতে যাই, আমার সবসময়ই মনে হয় পৃথিবীর সেরা টুর্নামেন্ট খেলছি। তবে আমার বেশ ভালো অনুশীলন হয় এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। অস্ট্রেলিয়ার হয়ে যখন খেলতে যাই তখন এসব কাজে লাগে।’
এসময় ভারতে ভালো লাগার কারণ জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রথমত, ভারতের মানুষ খুবই আন্তরিক। গত এক দশক ধরে তারা আমাকে ও আমার পরিবারকে সাদরে স্বাগত জানিয়েছে। আমার সেখানে যেতে ও মানুষদের সঙ্গে মিশতে ভালো লাগে। তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে।’
উল্লেখ্য, আইপিএল ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এ বাঁহাতি ওপেনার আইপিএলে ১৫০ ম্যাচে ১৪০ স্ট্রাইকরেট ও ৪১.৬০ গড়ে করেছেন ৫৪৪৯ রান। যেখানে ৫০টি ফিফটির সঙ্গে রয়েছে ৪টি শতরানের ইনিংস। এছাড়া তার অধিনায়কত্বে সানরাইজার্স হায়দরাবাদ চ্যাম্পিয়ন হয় তার দল। তবে সবশেষ আসরে ভালো কাটেনি তার। যেখানে ২৪ গড়ে মাত্র ১৯৫ রান করতে পেরেছিলেন তিনি। স্ট্রাইকরেট কমে গিয়েছিল ১০৭-এ। যে কারণে আসরের শেষভাগে তাকে বিদায় করে দেয় হায়দ্রাবাদ ফ্রাঞ্চাইজি।