• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নেশন্স কাপের ফাইনালে মানের সেনেগাল


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ১২:৫৯ পিএম
নেশন্স কাপের ফাইনালে মানের সেনেগাল

আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে সেনেগাল। আজ প্রথম সেমিফাইনালে ৩-১ গোলের ব্যবধানে বুরকিনা ফাসোকে হারিয়ে জয় পেয়েছে দলটি।

ম্যাচে দুই পক্ষের মোট চার গোল হয় এবং সব কটি গোলই দ্বিতীয়ার্ধে ছিল। শুরু থেকেই আক্রমণে ছিল দুই দল। গোল পেতে আক্রমণ পালটা আক্রমণে জমজমাট হয়ে ওঠে ম্যাচটি। বেশ কিছু সুযোগ তৈরি হলেও একপক্ষও গোল পায়নি।  

ম্যাচের ৭০ মিনিটে প্রথম গোলের দেখা পায় সেনেগাল। দলকে এগিয়ে নেন আবদু দিয়ালো। ইদ্রিসা গেয়ি দলের হয়ে দ্বিতীয় গোল করেন ম্যাচের ৭৬ মিনিটে। ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেনেগাল। তবে ম্যাচের ৮২ মিনিটে একটি গোল শোধ করেন ব্লাতি তুরে। ৮৭ মিনিটে জয়সূচক গোলটি করে ফাইনাল নিশ্চিত করেন সাদিও মানে।

টুর্নামেন্টের ইতিহাসে টানা দ্বিতীয় ও মোট তৃতীয়বার ফাইনালে উঠল সেনেগাল।

খেলা বিভাগের আরো খবর

Link copied!