বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল খানের চাচা আকবর খান মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে ৪৫ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
তিনি জাতীয় দলের নির্বাচক আকরাম খানের ছোট ভাই এবং তামিমের বড় ভাই জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবালেরও চাচা।
তিনি খান পরিবারের নিজ শহরে স্থানীয় ক্রিকেটে সুপরিচিত ছিলেন এবং স্কুল ক্রিকেটে একজন তারকা ক্রিকেটার ছিলেন।
আকবর খান দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। তার কিডনিজনিত মারাত্মক জটিলতা ছিল।
আজ বাদ আসর আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।