• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রাইস্টচার্চে ইনিংস হার বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ১১:১১ এএম
ক্রাইস্টচার্চে ইনিংস হার বাংলাদেশের

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ১১৭ রানে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৫২১ রানের জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১২৬ ও দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট হয়ে যায়।

সবশেষ তিন টেস্টের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ফলোঅনে পড়ল বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল তারা। 

টম ল্যাথামের ২৫২, ডেভন কনওয়ের ১০৯ রানে ভর করে রানের পাহাড় গড়ে কিউইরা। ৫০০ অতিক্রম করার পর নিরাপদ স্কোরেই তারা ইনিংস ঘোষণা করে। কিউইদের পেস আক্রমণের বিপক্ষে অসহায় হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে একমাত্র ইয়াসির আলী ৫৫ রানের ইনিংস খেলেন। এটুকুই প্রাপ্তি প্রথম ইনিংসের।

দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়ার যথেষ্ট চেষ্টা চালালেও কিউইদের বোলিং আক্রমণে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। অধিনায়ক মুমিনুল হক (৩৭), নুরুল হাসানসহ (৩৬) বাকিদের ব্যাট হেসে উঠতে উঠতেও শেষ পর্যন্ত পরাস্ত হয় ব্ল্যাক ক্যাপসদের বোলিং তোপে। একমাত্র লিটন দাস ১১৪ বলে ১০২ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। লিটন পেসার কাইল জেমিসনের বলে এলবিডব্লুর ফাঁদে পড়লে পরের ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি। বাংলাদেশের ইনিংস থামে ২৭৮ রানে। 

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন টম ল্যাথাম। আর সিরিজ সেরা হয়েছেন ডেভিড কনওয়ে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!