• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
আইপিএল ২০২২

কিষানের ঝোড়ো ব্যাটিংয়ে দিল্লির লক্ষ্য ১৭৮


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৫:৫৩ পিএম
কিষানের ঝোড়ো ব্যাটিংয়ে দিল্লির লক্ষ্য ১৭৮
ছবি- সংগৃহীত

ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন মুম্বাই ইন্ডিয়ান্সের তরুণ ব্যাটার ইষাণ কিষান। তার ৪৮ বলে ১১ চার ও ২ ছক্কায় ৮১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৭৭ রানের পুঁজি পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 

রোববার (২৭ মার্চ) মুম্বাইয়ের ব্রাব্রোর্ন স্টেডিয়ামে স্বাগতিকরা টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে।

উদ্বোধনী জুটিতে দারুণ এক জুটি গড়েন রোহিত-কিষাণ জুটি। ৮ ওভার ২ বলে ৬৭ রানে রোহিত শর্মা কুলদ্বীপ যাদবের বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন। বিদায়ের আগে ৩২ বলে ৪ চার ও ২ ছয়ের মারে ৪১ রান করেন মুম্বাই অধিনায়ক।

এরপর বাকি ইনিংস যেনো একাই টেনে নেন ইশান। আনমোলপ্রিত সিং ৮, তিলক ২২, কাইরন পোলার্ড ৬ বলে ৩ ও টিম ডেভিড করেন ৮ বলে ১২ রান। আরেক বিদেশি ড্যানিয়েল স্যামস ২ বল খেলে এক ছয়ের মারে করেন ৭ রান।

 

শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৪৮ বলে ১১ চার ও ২ ছয়ের মারে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ইশান কিশান। এটি তার আইপিএল ক্যারিয়ারের ১১তম ফিফটি।

বোলিংয়ে দিল্লির পক্ষে ১৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন কুলদ্বীপ। এছাড়া খলিল আহমেদের শিকার ২ উইকেট।

কোয়ারেন্টাইন ইস্যুতে দিল্লির একাদশে আজ ছিলেন না বাংলাদেশের কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান।

Link copied!