• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

এভারটনকে হারিয়ে জয়ে ফিরেছে সিটি


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৯:৫৮ এএম
এভারটনকে হারিয়ে জয়ে ফিরেছে সিটি

শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বর্তমান শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ম্যাচের একমাত্র গোলটি করেন ফিল ফডেন।

এর আগের ম্যাচেই সিটিকে পরাজিত করে টটেনহ্যাম হটস্পার। সিটির মাঠে তাদের ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে যায় তারা।

ম্যাচের ৩৫ মিনিটে ভালো একটি সুযোগ পায় এভারটন। তবে গোল পেতে ব্যর্থ হয় রিশার্লিশন। বিরতির ঠিক আগে স্বাগতিক ফরোয়ার্ড গর্ডনের ফ্রি-কিক লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচের ৫৫ মিনিটে সুযোগ আসে সিটির ফডেনের সামনে। ইংলিশ মিডফিল্ডারের জোরালো শট ফিরিয়ে দেন পিকফোর্ড। ৬৪ মিনিটে জন স্টোন্স ক্রসবারের ওপর দিয়ে বল পাঠান।

ম্যাচের ৮২ মিনিটে কাঙ্ক্ষিত সাফল্য আসে সিটির। সিলভার পাসে বল এভারটনের ডিফেন্ডার ম্যাসন হোলগেটের পায়ে লেগে পেয়ে যান ইংলিশ মিডফিল্ডার ফডেন। গোল পেয়ে যান সহজেই।

লিগে ২৭ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৬। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল।

Link copied!