• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

উইন্ডিজকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৪:৪৮ পিএম
উইন্ডিজকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

শক্তির বিচারে বড় কোনো দলকে হারাতে পারেনি এখন পর্যন্ত আয়ারল্যান্ড। তবে এবার বড় টেস্ট খেলুড়ে দেশকে তাদেরই মাটিতে হারিয়ে ইতিহাস গড়েছে আইরিশরা।

কিংসটনে ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে তারা। ওয়ানডে সুপার লিগের আওতায় খেলা ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে সফরকারী আয়ারল্যান্ড।

২০১৯ সালে ঘরের মাঠে টেস্ট খেলুড়ে জিম্বাবুয়েকে হারিয়েছিল আয়ারল্যান্ড। পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটি তাদের দ্বিতীয় সিরিজ জয়। তাও আবার শুরুতে ১-০ তে পিছিয়ে পড়ে!

টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে ২১২ রানে রুখে দেয় আয়ারল্যান্ড। ক্যারিবীয়দের ইনিংসে সর্বোচ্চ ৫৩ রান আসে ওপেনার শাই হোপের ব্যাট থেকে।

হোপ সাজঘরে ফিরলে বাকি ব্যাটাররা কেবল উইকেট বিলিয়ে এসেছেন। ব্যাটিং ব্যর্থতায় ৪৪.৪ ওভারেই গুটিয়ে যায় উইন্ডিজের ইনিংস। স্কোরবোর্ডে জমা হয় মাত্র ২১২ রান।

জবাবে আইরিশরা প্রথম বলেই উইকেট হারিয়ে শঙ্কায় পড়লেও অধিনায়ক পল স্টার্লিং ও অ্যান্ডি ম্যাকব্রিন মিলে প্রাথমিক ধাক্কা সামলে নিয়েছেন। স্টার্লিং ৪৪ রানে আউট হলে হাল ধরেন ম্যাকব্রিন ও হ্যারি টেক্টর।

ওডেন স্মিথ বল হাতে ম্যাকব্রিনকে (৫৯) আউট করলে একের পর এক উইকেট পড়তে থাকে আইরিশদের। একসময় মনে হতে থাকে হাতে থাকা ম্যাচটা ফসকে যাবে তাদের।

তবে সকল আশংকাকে উড়িয়ে ৪৪.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে আইরিশরা দলের জয় নিশ্চিত করে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!