• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বড় টুর্নামেন্ট জিততে ভাগ্য দরকার বললেন সুনীল গাভাস্কার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩, ০৭:৫৪ পিএম
বড় টুর্নামেন্ট জিততে ভাগ্য দরকার বললেন সুনীল গাভাস্কার
সুনীল গাভাস্কার। ফাইল ছবি

২০১৩ সালের পর থেকে আইসিসির কোন টুর্নামেন্টের শিরোপা জিতেনি ভারত। দলটি বিশ্বকাপের ফাইনাল খেলেছে, খেলেছে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। একের পর এক বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে, কিন্তু বিশ্বকাপের দেখা আর মিলছে না তাদের।

সামনে আরও একটি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের আয়োজকও ভারত। নিজেদের দেশে এবারের আসরটি হওয়ায় দর্শকদের প্রত্যাশাও অনেকটা বেশি। তারা আশা করছে সাফল্যের। তবে, ভারতীয় ক্রিকেট লিজেন্ড সুনীল গাভাস্কার বলছেন অন্য কথা। তিনি বলছেন শিরোপা জিততে ভাগ্যও লাগে।

গাভাস্কার বলেন, “আমাদের অনেক মেধা আছে, তবে নকআউট পর্বে নির্দিষ্ট দিনে আপনার ভাগ্য দরকার। নকআউট পর্বে যেসব ম্যাচে আমরা হেরেছি, তাকালে দেখবেন, বরাবরই ভাগ্য খারাপ ছিল। ২০১৯ সালে আমাদের এমন একটি ম্যাচ দ্বিতীয় দিনে গড়িয়েছিল। যদি এক দিনেই খেলা হতো, গল্পটা ভিন্ন হতে পারত। কারণ, পরদিন সিমিং কন্ডিশন ছিল, আর তাতে নিউজিল্যান্ড বোলাররা ভালো করতে পেরেছে। ফলে আমার মনে হয়, আপনার একটু ভাগ্যের সহায়তা প্রয়োজন। মানে চার-পাঁচটি বেশ ভালো দল তো আছেই। নির্দিষ্ট দিনে তাই ভাগ্য প্রয়োজন।"

হিন্দুস্তান টাইমসের সঙ্গে কথোপকথনে গাভাস্কার বিশ্বকাপ জেতার জন্য অলরাউন্ডার থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

ভারতীয় এই লিজেন্ড বলেন,“আপনি দলগুলোর (১৯৮৩ ও ২০১১) দিকে তাকান, ওদের শীর্ষমানের অলরাউন্ডার ছিল। এমন বোলার ছিল যারা ৭-৮-৯ ওভার বল করতে পারত, এমন বোলার ছিল যার শেষ দিকে ব্যাট করতে পারত। এই দলগুলোর সবচেয়ে বড় শক্তি ছিল এটা। ধোনির দলেও দেখুন: সুরেশ রায়না, যুবরাজ সিং, শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ বল করতে পারত। এটা অনেক বড় সুবিধা। ফলে যে দলের এমন অলরাউন্ডার আছে তারাই এগিয়ে থাকবে।”

বুধবার(৩০ আগস্ট) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। স্বভাবতই ফেভারিট হিসেবে ভাবা হচ্ছে ভারত ও পাকিস্তানকে। তবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকেও হিসেবে রাখতে বললেন গাভাস্কার।

খেলা বিভাগের আরো খবর

Link copied!