• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ভারত কেন বেশি টাকা পাবে, ব্যাখ্যা চায় পিসিবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৭, ২০২৩, ০১:২৫ পিএম
ভারত কেন বেশি টাকা পাবে, ব্যাখ্যা চায় পিসিবি

এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে ভারত-পাকিস্তান বিতর্ক চলছে। এর মধ্যে নতুন করে আইসিসি থেকে ভারতের জন্য বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি।  

সম্প্রতি বিশ্ব ক্রিকেট নিয়ন্তা সংস্থা আইসিসি থেকে বার্ষিক বরাদ্দের একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। যেখানে প্রতি বছর ভারতের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ২ হাজার ৪৯২ কোটি টাকা (২৩১ মিলিয়ন ডলার)। যা আগামী চার বছরে (২০২৪-২০২৭) আইসিসির আয়ের প্রায় ৪০ শতাংশ। এটি নিয়ে নাজামের অসন্তোষ।

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, “পিসিবি চায় আইসিসি জানাক কীভাবে এই টাকার ভাগ করা হবে। কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসিবি এ সিদ্ধান্তে একেবারেই খুশি নয়। জুন মাসে এই নিয়ে আলোচনা হওয়ার কথা। পুরো তথ্য না জানানো হলে আমরা এই প্রস্তাব মানব না।  ভারতের বেশি টাকা পাওয়া উচিত। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কীভাবে এই ভাগটা হলো তা পরিষ্কার করতে হবে।”

Link copied!