• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সাঙ্গাকারা-ডুলের বিশ্বকাপ সেরা একাদশে জায়গা পেলেন কারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ০১:২২ পিএম
সাঙ্গাকারা-ডুলের বিশ্বকাপ সেরা একাদশে  জায়গা পেলেন কারা
কুমার সাঙ্গাকার ও সাইমন ডুল। ছবি : সংগৃহীত

মাস, সপ্তাহ ও দিন শেষে বিশ্বকাপের ক্ষণগণনা এখন চলছে ঘণ্টায়। এরইমধ্যে দলগুলো ভারতে পৌঁছে খেলে ফেলেছে প্রস্তুতি ম্যাচও। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। তবে ময়দানে খেলা গড়ানোর আগেই বিশ্বকাপ জোয়ারে ভাসছে ক্রিকেট দুনিয়া। এরই মধ্যে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা বেছে নিয়েছেন যার যার পছন্দের চার সেমিফাইনালিস্ট ও ফাইনালিস্ট। অনেকে আবার তৈরি করে ফেলেছেন নিজের পছন্দের একাদশও। তবে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুল মিলে তৈরি করলেন বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ। 

সাঙ্গাকারা ও ডুলের বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশের দুই ওপেনার হলেন শচীন টেন্ডুলকার ও অ্যাডাম গিলক্রিস্ট। তারা তিন নম্বরে রেখেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংকে। চার নম্বরের  জায়গাটি দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডসকে।

তাদের একাদশে পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা। ছয়ে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড। তারপরই রয়েছেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ও অধিনায়ক ইমরান খান। পাকিস্তানের আরেক পেসার ওয়াসিম আকরাম আছেন সাঙ্গা ও ডুলের একাদশে।

সাঙ্গা ও ডুলের এ তালিকায় তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে আছেন শেন ওয়ার্ন। ওয়ার্নের সঙ্গে স্পিনে জুটি গড়ার জন্য রাখা হয়েছে মুত্তিয়া মুরালিধরনকে। পেসার হিসেবে এ তালিকার সর্বশেষ জায়গাটি গ্লেন ম্যাকগ্রার।

সাঙ্গাকারা ও ডুলের সর্বকালের সেরা একাদশ :

শচীন টেন্ডুলকার, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, ভিভ রিচার্ডস, অরবিন্দ ডি সিলভা, ক্লাইভ লয়েড, ইমরান খান, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন ও গ্লেন ম্যাকগ্রা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!