• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

নারী বিপিএলের সম্ভাব্য সময় কবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৬:১৭ পিএম
নারী বিপিএলের সম্ভাব্য সময় কবে
গত বছর এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ নারী দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে পুরুষদের সবচেয়ে বড় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলো বিপিএল। কিন্তু নারীদের জন্য এই ধরনের ক্রিকেট আয়োজন নিয়ে কেউ মাথা ঘামাননি। যদিও নারীদের ফ্রাইঞ্চাইজি লিগ চালুর দাবি বহুদিনের। 

এবার বিপিএলের আদলে নারীদের টুর্নামেন্ট চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্ভাব্য সময় জানানো হয়েছে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে।

নারীদের ফ্রাঞ্চাইজি লিগ চালুর বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। 

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পুরুষের পাশাপশি এগিয়েছে দেশের নারী ক্রিকেট। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষের চোখে চোখ রেখে জয় ছিনিয়ে আনছে টাইগ্রেসরা। নিগার সুলতানা, নাহিদা, মারুফারা এখন বিশ্বব্যাপী পরিচিত ক্রিকেট তারকা। অথচ, তাদের জন্য নেই বিপিএল।

নাদেল জানিয়েছেন, আমি আশাবাদী। ভেন্যু ও সবকিছু সমন্বয় করতে পারলে এ বছরই সেটা শুরু হবে। চারটা দল হলে অল্প সময়ের মধ্যে আমরা সেটা করে ফেলতে পারব। যারা দল নিতে আগ্রহী, আমরা তাদের ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ডটা দেখব।
 

Link copied!