• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

ফাইনালের আগে প্রতিপক্ষ তারকাকে জন্মদিনের শুভেচ্ছা কেইনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৫:১৩ পিএম
ফাইনালের আগে প্রতিপক্ষ তারকাকে জন্মদিনের শুভেচ্ছা কেইনের
লামিনে ইয়ামাল ও হ্যারি কেইন। ছবি : সংগৃহীত

সবেমাত্র সতেরো বছরে পা রেখেছেন স্পেনের উইঙ্গার লামিনে ইয়ামাল। এরই মধ্যে ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জনের চ্যালেঞ্জে ইংল্যান্ডের বিপক্ষে নামছেন আজ রোববার।

শনিবার ছিল বার্সেলোনা স্টারের জন্মদিন। ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে প্রতিপক্ষ ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি কেইন জন্মদিনের শুভেচ্ছা জনিয়েছেন ইয়ামালকে।

স্পেনের ফাইনালে ওঠার পেছনে বিশাল অবদান রয়েছে ইয়ামালের। ফাইনালে তাকে সামলানো কঠিন হতে পারে বলেও মন্তব্য করেছেন ইংল্যান্ড অধিনায়ক।

গণমাধ্যমকে হ্যারি কেইন বলেন, ‘আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। সে একজন দুর্দান্ত খেলোয়াড়। মাত্র ১৭ বছর বয়সে এমন একটি টুর্নামেন্টে তার (ইয়ামালের) পারফরম্যান্স অনেক কিছু ইঙ্গিত করে। সবাই দেখেছেন ইয়ামাল ভয় ছাড়াই খেলেন। স্বাধীনতার সাথে খেলছেন এবং উপভোগ করছেন। এখন পর্যন্ত যা করেছেন তার জন্য আমি তাকে অভিনন্দন জানাতে চাই। এই ম্যাচের সবচেয়ে কঠিন খেলোয়াড়দের মধ্যে একজন ইয়ামাল।’

অ্যাথলেটিক বিলবাও উইঙ্গার নিকো উইলিয়ামসের সঙ্গে ইয়ামাল মিলে স্পেনের উইংয়ে ভয়ঙ্কর জুটি তৈরি হয়েছে। কেইন স্বীকার করেছেন, ‘এই জুটি স্পেনের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি মনে করি, স্পেনের উইঙ্গাররা এই টুর্নামেন্টে অবিশ্বাস্য ছিল। তাদের এটি বিশাল কৃতিত্ব।’

তাই বলে মাঠে ইয়ামালের ওপর বেশি ফোকাস দিতে নারাজ কেইন। কেইন বলেছেন, ‘আমি মনে করি না যে, তার ওপর খুব বেশি ফোকাস দিতে হবে। আমাদের ফোকাস রাখতে হবে স্পেনের পুরো দলের ওপর। আমরা বুঝতে পারি, দলটি কতটা হুমকি হতে পারে আমাদের জন্য। তাদের অনেক বিপজ্জনক খেলোয়াড় আছে।’

Link copied!