• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

‍‍‘স্বাগত লিও‍‍’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ০৬:১০ পিএম
‍‍‘স্বাগত লিও‍‍’

বিশ্বকাপ শেষে প্যারিসে ফিরে এসেছিলেন ক্লাবের সেরা তারকাদের দুজন—নেইমার ও কিলিয়ান এমবাপে। পুরো দল অপেক্ষায় ছিল বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সেরা তারকা লিওনেল মেসির ফেরার সময়ের জন্য। অবশেষে বুধবার সকালে প্যারিসে ফিরেছেন মেসি।

পিএসজি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির একটি ছোট ভিডিও দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘স্বাগত লিও’। এরপর বেশ কয়েকটা পোস্টেই পিএসজি ক্লাব মেসির উষ্ণ অভ্যর্থনার ছবি প্রকাশ করেছে। সেখানে সতীর্থদের মেসিকে হাসিমুখে বরণ করতে দেখা যায়। সতীর্থ ও ক্লাব কর্মকর্তারা মেসিকে করতালি দিয়ে বরণ করে নেন।

মেসি পিএসজিতে ফিরে গেলেও এখনই মাঠে নামতে পারবেন না। মেসি ১৬ জানুয়ারির লিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। তবে এবার হয়তো খুশির খবর বয়ে নিয়ে এসেছেন মেসি। খুব শীঘ্রই প্যারিসের দলটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও ধারণা করা হচ্ছে মেয়াদ বাড়াতে আগ্রহী হবেন বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।

এবারের কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের খরা কাটিয়ে শিরোপা জিতেছে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের গোল্ডে্ন বলের পুরস্কার উঠেছে মেসির হাতে। 

Link copied!