• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

অপেক্ষা শেষ, আইপিএলে অভিষেক লিটনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ০৮:৫৪ পিএম
অপেক্ষা শেষ, আইপিএলে অভিষেক লিটনের
ছবি: সংগৃহীত

অবশেষে অপেক্ষা শেষ হলো লিটন কুমার দাসের। টানা তিন ম্যাচ ডাগআউটে বসে থাকার পর কলকাতা নাইট রাইডার্সের একাদশে সুযোগ মিললো তার। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আজকের ম্যাচে আইপিএল অভিষেক হচ্ছে এই বাংলাদেশি ব্যাটারের। এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করবে লিটনের কলকাতা। 

অন্যদিকে টানা দুই ম্যাচে বাজের বোলিংয়ের খেসারত দিলেন আরেক বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। কলকাতার বিপক্ষে দিল্লির একাদশ থেকে বাদ পড়েছেন এই বাঁহাতি পেসার।

ধারণা করা হচ্ছিল কলকাতার একাদশে জায়গা পেতে ইংলিশ ব্যাটার জেসন রয়ের সঙ্গে লড়াই করতে হবে লিটনকে। তবে এই ম্যাচে দুজনকেই একাদশে রেখেছে কলকাতা। চলতি আইপিএলে আজকেই প্রথম খেলতে নামছেন দুজন। 

 দিল্লি একাদশ: 

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক),  মিচেল মার্শ, মনীশ পান্ডে,  ফিল সল্ট (উইকেটরক্ষক),  ললিত যাদব,  আমান খান,  অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অ্যানরিচ নরখিয়ে, ইশান্ত শর্মা,  মুকেশ কুমার।

কলকাতা নাইট রাইডার্স: ভেঙ্কটেশ আইয়ার,  লিটন দাস (উইকেটরক্ষক), জেসন রয়, সুনীল নারিন, নীতীশ রানা (অধিনায়ক), রিংকু সিং,  মনদীপ সিং,  আন্দ্রে রাসেল,  বরুণ চক্রবর্তী,  উমেশ যাদব, কুলবন্ত খেজরোলিয়া। 

 

Link copied!