বিপিএল

ডিআরএস না থাকায় আম্পায়াররা চাপে থাকেন: সোহান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ১১:৪৫ পিএম
ডিআরএস না থাকায় আম্পায়াররা চাপে থাকেন: সোহান
ছবি: সংগ্রহীত

ডিআরএস নিয়ে চলতি বিপিএলের শুরু থেকেই বিতর্ক লেগে আছে। লোকবলের অভাব থাকায় চলতি বিপিএলে পূর্নাঙ্গ ডিআরএসের ব্যবস্থা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার বদলে রাখা হয়েছে এডিআরএস। তবে সেটি নিয়ে প্রতি ম্যাচেই বিতর্ক তৈরি হচ্ছে।

আসরের তৃতীয় দিনে লেগ বিফোর উইকেট আউট হয়ে তো মাঠে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন ফরচুন বরিশালের ব্যাটার এনামুল হক বিজয়। ম্যাচ শেষে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান বলছেন, পূর্নাঙ্গ ডিআরএসের ব্যবস্থা না করা গেলে মোটে না থাকলেই ভালো হতো।

সোহান মনে করেন ডিআরএস না থাকায় মাঠে আম্পায়াররা  বেশি চাপে থাকছেন। পূর্ণাঙ্গ ডিআরএস থাকলে আম্পায়ারদের জন্য সুবিধা হতো বলে মনে করেন তিনি।

সোহান বলেন, “আমার মনে হয় আম্পায়াররাও (এডিআরএসের কারণে) অনেক বেশি চাপে পড়ে যাচ্ছে। পূর্ণাঙ্গভাবে (ডিআরএস) থাকলে হয়তো তাদের জন্যও সুবিধা হয়। এইটা আসলে আরেকটু ভালো হলে সবার জন্য ভালো হতো। আমার কাছে মনে হয়, (এডিআরএস) না থাকলেই ভালো।”

ডিআরএস থাকলে প্রত্যেক বিষয়ে স্বচ্ছতা আরও বেশি থাকতো বলে মনে হয় সোহানের। তবে মানুষ বলতে ভুল হলেও সেটার পরিমাণ বেশি হয়ে গেলে খারাপ দেখায় বলে মত তার।

“ডিআরএস থাকলে সবাই আরও স্বচ্ছ ধারণা পেত। যেহেতু ডিআরএস নেই, সেহেতু অবশ্যই এখানে অনেকে সুবিধা পেতে পারে। ব্যাটিং দলও পেতে পারে, বোলিং দলও পেতে পারে। দিন শেষে মানুষ বলতেই ভুল! ভুল হতেই পারে। একটা জিনিস হলো ভুলের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে খারাপ দেখায়”  যোগ করেন সোহান।

এর আগে ঢাকা ডমিনেটরসের সৌম্য সরকারকে প্রথমে আউট দিয়ে পরে নট আউট দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছিল। ওই ম্যাচ শেষে খুলনা টাইগার্সের ডাচ ক্রিকেটে পল ম্যাকেরিন এডিআরএসের সমালোচনা করেছিলেন।

Link copied!