• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

ইংল্যান্ডে বাটলারদের বাংলাদেশ সফরের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ১১:৩১ এএম
ইংল্যান্ডে বাটলারদের বাংলাদেশ সফরের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা

বাংলাদেশ-ইংল্যান্ড সফরের আগেই নানানভাবে আলোচনায় এই সিরিজ। বাংলাদেশের বিপক্ষে ইংলিশদের দুই ম্যাচের প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও সেটাও বাতিল হয় শেষ মুহূর্তে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইংলিশদের চাহিদার কথা জেনেই সাজিয়েছে সিরিজ। বেশ কয়েকজন তারকা ক্রিকেটার দেশের খেলা রেখে লিগের খেলা বেছে নিয়ে পাকিস্তানে উড়াল দিয়েছেন। এবার সম্প্রচার স্বত্ব নিয়ে আবার আলোচনায় এই সিরিজ।

এক মাসেরও কম সময়ের মধ্যে শুরু হবে বাংলাদেশ ও  ইংল্যান্ডের সাদা বলের সিরিজ। বাংলাদেশ সফরে আসা এই সিরিজ দেখাতে যুক্তরাজ্যের কোনো টিভি বা রেডিও চ্যানেল সম্প্রচার চুক্তিতে সম্মত হয়নি।

জস বাটলারের দল মার্চের শুরুতে তিনটি একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসবে। অ্যালেক্স হেলসসহ বেশ কয়েকজন খেলোয়াড় বাংলাদেশ সিরিজের পরিবর্তে পাকিস্তান সুপার লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

শেষ মুহূর্তের চুক্তি না হলে ইংল্যান্ডের সমর্থকরা সিরিজের ম্যাচগুলো দেখতে পারবে না। গত কয়েকদিন পর্যন্ত স্কাই স্পোর্টস এবং টকস্পোর্ট উভয় প্ল্যাটফর্মেই একটি চুক্তি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। তুলনামূলকভাবে সস্তা মূল্যে টিভি এবং রেডিও স্বত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

একটি সিরিজের কয়েক সপ্তাহ আগে সম্প্রচার স্বত্ব ক্রয়ে সম্মত না হওয়া অস্বাভাবিক নয়। তবে স্বত্ব চুক্তিতে দেরি মানে সম্প্রচারকারীরা তাদের প্রতিনিধি পাঠাবে কী না- এটি প্রশ্নবিদ্ধ।

Link copied!