আরও একবার ভারতের বিপক্ষে জয়ের আশা দেখিয়ে হেরেছে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনাল, নিদাহাস ট্রফির ফাইনাল কিংবা বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের পর আরও একবার তীরে এসেও তরী ডুবেছে বাংলাদেশের। ভারতের বিপক্ষে খেলতে নামলেই এমন করুণ পরাজয়ের সাক্ষী হতে হয় টাইগারদের। ম্যাচ শেষে এমনটাই বলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেড ওভালে ভারতের বিপক্ষে ৫ রানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচের শুরুতে লিটন দাসের দারুণ ব্যাটিংয়ে মনে হচ্ছিল জয়টা বাংলাদেশই পেতে যাচ্ছে। বৃষ্টি বাধায় অবশ্য ছেদ পড়ে লিটনের দারুণ ব্যাটিংয়ে।
বৃষ্টির পর শুধু লিটনের দারুণ ব্যাটিং নয়, বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়ে লড়াইও। ৪০ রান তুলতেই হারিয়ে ফেলে ৬ উইকেট। শেষ পর্যন্ত তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহানের ব্যাটিংয়ে শেষ দুই ওভারেও প্রায় জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল, তবে শেষ পর্যন্ত হারের বেদনাই সঙ্গী হয় বাংলাদেশের।
ভারতের বিপক্ষে এই রকম ক্লোজলি ম্যাচ হেরে যাওয়ায় অধিনায়ক সাকিবের কণ্ঠে ঝড়েছে আফসোস। তিনি বলেন, “আমরা যখনই ভারতের বিপক্ষে খেলি, এটাই ঘটে। আমরা প্রায় জিতে যাই কিন্তু শেষ পর্যন্ত তা আর হয় না।”
ম্যাচ হারলেও মাঠে আসা দর্শকরা ম্যাচ উপভোগ করেছে বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বলেন, “এটা দারুণ একটা ম্যাচ ছিল। দর্শকরা দারুণভাবে উপভোগ করছে বলে মনে করি। শেষ পর্যন্ত এই ম্যাচে কেউ জিতবে বা কেউ হারবে। এটাই নিয়ম।”
ভারতের বিপক্ষে এই ম্যাচে নিজেদের আরও একবার প্রমাণ করেছেন লিটন দাস ও তাসকিন আহমেদ। হারার ম্যাচেও অধিনায়ক সাকিবের প্রশংসা পেয়েছেন এই দুই ক্রিকেটার।
অ্যাডিলেডে ভারতের বিপক্ষে এই ম্যাচে ২৭ বলে ৬০ রান করেন লিটন। তাসকিন নিজের কোটার পুরো ৪ ওভার বোলিং করে ১৫ রান খরচ করেন। তাতেই অধিনায়কের নজর কাড়াটা বেশ সহজ ছিল দুই জনের জন্য।
তাসকিন-লিটনকে প্রশংসায় ভাসিয়ে সাকিব বলেন, “লিটন ভালো ব্যাটিং করেছে। সম্ভবত সেই আমাদের সেরা ব্যাটার। আমরা ভেবেছিল, এই রান তাড়া করতে পারবো।”
“আমাদের পরিকল্পনা ছিল ওদের টপ অর্ডার তাড়াতাড়ি গুটিয়ে দেওয়া। এই কারণেই তাসকিনকে আগে বোলিং করানো হয়েছিল। দূর্ভাগ্যজনকবশত আমরা তা পারি নাই। সে উইকেট না পাওয়ায় হয়তো দূর্ভাগা তবে দারুণ বোলিং করেছে।”- আরও যোগ করেন কোহলি।
বিশ্বকাপে ভারতের কাছে হারায় বাংলাদেশের জন্য সেমি-ফাইনালে উঠার স্বপ্ন এখানেই শেষ। পাকিস্তানের বিপক্ষেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় টাইগাররা। সেই প্রত্যয়ই ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
তিনি বলেন, “আমরা পজিটিভ। আমরা বিশ্বকাপ উপভোগ করতে চেয়েছিলাম। সেটা পেরেছি। আশা করি, এটা ধরে রাখতে পারবো।”