• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

‘ভুল সংশোধন করে পরের সিরিজের আগেই দল প্রস্তুত হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০৪:১২ পিএম
‘ভুল সংশোধন করে পরের সিরিজের আগেই দল প্রস্তুত হবে’
ফাইল ফটো

সিলেট থেকে: ঘরের মাঠে নারী এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচ মাঠে না গড়ানোয় টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে খেলা না গড়ানোয় বিমর্ষ মুখে মাঠ ছেড়েছিলেন বাংলাদেশের মেয়েরা। আরব আমিরাতের বিপক্ষে খেলা না গড়ানোর সঙ্গে সেমিফাইনালে ওঠার সম্পর্ক তৈরি করার আগে টুর্নামেন্টে নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়েছিল নিগার সুলতানা জ্যোতি বাহিনী। এশিয়া কাপে করা ভুলগুলো ঠিক করে পরের সিরিজের জন্য প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন বিসিবি নারী উইংয়ের প্রধান শফিউল ইসলাম চৌধুরী নাদেল।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সিলেটে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবির এই পরিচালক। সেখানেই জানান, নারী ক্রিকেট দলকে আগের সিরিজের আগেই প্রস্তুত করা হবে।

এর আগে তিনি জানান, এশিয়া কাপে বাংলাদেশ দলের নকআউট উঠতে না পারার বিষয়টি হতাশার। শফিউল ইসলাম চৌধুরী নাদেল বলেন, “আমাদের জন্য বিষয়টি আসলেই হতাশার। আমরা স্বাগতিক, আমরা গত আসরের চ্যাম্পিয়ন ছিলাম, আমাদের প্রস্তুতি ছিল, খেলোয়াড়দের সেই সামর্থ্য আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা পারি নাই, এটাই হলো বাস্তবতা।”

সংশোধনের উপায় খোঁজা হবে জানিয়ে বলেন, “আমাদের কোন কোন জায়গায় ঘাটতি আছে, সেগুলো আমাদের দ্রুত সংশোধন করতে হবে। আগামী টুর্নামেন্টের জন্য বলেন বা সিরিজের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে।”

তিনি আরও যোগ করেন, “যেটা গেছে, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। সংশোধনের পথ খুঁজব, এই কাজটাই আমরা করব।”

নারী এশিয়া কাপে এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। হাজারো সমর্থকদের হতাশ করে টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই বাদ পড়ে স্বাগতিকরা। মূলত বাংলাদেশের বাদ পড়ার পেছনে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছিল, শ্রীলঙ্কার বিপক্ষে ছোট লক্ষ্য তাড়া করতে না পারার ব্যর্থতা।

Link copied!