সেনেগালের ফুটবলার সাদিও মানেকে নিষিদ্ধ করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। সতীর্থ লিয়রে সানেকে ঘুসি মেরে রক্তাক্ত করার অভিযোগে তাকে নিষিদ্ধ করে ক্লাবটি। শুধু নিষিদ্ধ নয় তাকে আর্থিক জরিমানাও করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানেকে বরখাস্ত করার বিষয়ে নিশ্চিত করে বায়ার্ন। বিজ্ঞপ্তিতে বলা হয়, “শনিবারে হফেনহেইমের বিপক্ষে স্কোয়াডে থাকবেন সাদিও মানে। চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির বিপক্ষে আচরণবিধি ভঙ্গ করায় তাকে বাদ দেওয়া হয়েছে। মানেকে জরিমানাও করা হবে।”
যদিও বায়ার্নের সভাপতি অলিভার কান, ক্রীড়া পরিচালক হাসান সালিহামিডজিচ ও সানের কাছে ক্ষমা চেয়েছেন মানে। ঝামেলার পরের দিন অনুশীলন করেছেন বেশ খোশ মেজাজে।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানসিটির কাছে পাত্তাই পায়নি বায়ার্ন মিউনিখ। ম্যাচের শেষ দিকে মাঠেই মানে ও সানের মধ্যে কথা–কাটাকাটি হয়। মাঠে কথা বলার সময় সানে যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তাতে মেজাজ বিগড়ে গিয়েছিল মানের।
এরপর ড্রেসিংরুমে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুজন। এক পর্যায়ে মানের ঘুষিতে লেরয় সানের ঠোঁট কেটে রক্ত ঝরছিল। অন্যান্য সতীর্থদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর পরিস্থিতি শান্ত রাখতে সানেকে কিছুক্ষণ ড্রেসিংরুমের বাইরেও থাকতে বলা হয়।