• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
ইউরো-২০২৪ ‘গ্রুপ

‘গ্রুপ অব ডেথে’ ইতালি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ১০:৩৪ এএম
‘গ্রুপ অব ডেথে’ ইতালি
ইউরো ২০২৪

আন্তর্জাতিক ফুটবলের জমজমাট উত্তেজনা নিয়ে আসছে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর। ২০২৪ সালের জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত হবে ইউরো চ্যাম্পিয়নশিপ।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টে সামনে রেখে শনিবার (২ ডিসেম্বর) রাতে জার্মানি হামবুর্গ শহরে অনুষ্ঠিত হয়েছে ড্র।

গ্রুপ পর্বের লড়াইতেই কঠিন প্রতিপক্ষ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। শিরোপা ধরে রাখার লড়াইয়ে বেশ কঠিন গ্রুপেই পরীক্ষা দিতে হবে দেশটিকে। আসন্ন আসরে ইতালির সঙ্গে একই গ্রুপে আছে স্পেন এবং ক্রোয়েশিয়া। ইউরোপের বড় তিন দলকে নিয়ে গঠিত এই তিন দলকে নিয়ে গঠিত এই গ্রুপকেই ভাবা হচ্ছে গ্রুপ অব ডেথ নামে।

এদিকে তুলনামূলক কঠিন গ্রুপে স্থান হয়েছে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারানো ফ্রান্সও। ‘ডি’ গ্রুপে ফরাসিরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়াকে। সেই সাথে প্লে অফ থেকে এসে যোগ দিবে পোল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড বা এস্তোনিয়ার যে কোনো একটি।

এদিকে ইউরোর সাবেক চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল পেয়েছে কিছুটা সহজ গ্রুপ। যেখানে ‘এফ’ গ্রুপে পর্তুগীজদের প্রতিপক্ষ তুরস্ক ও চেকিয়া আর প্লে অফ থেকে আসবে জর্জিয়া, গ্রিস, কাজাখস্তান ও লুক্সেমবার্গের যে কোনো একটি।

এদিকে গ্রুপ ‘ই’ তে আছে বেলজিয়াম স্লোভাকিয়া এবং রমানিয়া। এই তিন দলের সাথে প্লে আফ থেকে যোগ দিবে ইসরায়েল, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ইউক্রেন ও আইসল্যান্ডের যেকোনো একটি। আর আয়োজক দেশ জার্মানি আছে গ্রুপ এ তে স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ডের সঙ্গে।

ড্র শেষে ইউরো-২০২৪ এর গ্রুপিং

গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড

গ্রুপ বি: স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া, আলবেনিয়া

গ্রুপ সি: ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, সার্বিয়া

গ্রুপ ডি: ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, প্লে–অফ এ

গ্রুপ ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে–অফ বি

গ্রুপ এফ: পর্তুগাল, তুরস্ক, চেকিয়া, প্লে–অফ সি
 

২৪ দলের এই আসরে এরইমাঝে কোয়ালিফাই করেছে ২১ দল। টুর্নামেন্টে বাকি ৩ দলের জন্য অনুষ্ঠিত হবে প্লে-অফ রাউন্ড।

প্লে-অফ হয়ে ইউরোতে আসার জন্য এই রাউন্ডে থাকবে ১২ দল। যাদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রতি ভাগে চার দল। চার দলের প্রতিটি গ্রুপে দুটি সেমিফাইনাল ও পরে ফাইনাল অনুষ্ঠিত হবে। তিন গ্রুপ থেকে ফাইনালে জয়ী তিন দল জায়গা পাবে ইউরোতে।

২৪ দলের এই আসরে এরইমাঝে কোয়ালিফাই করেছে ২১ দল। টুর্নামেন্টে বাকি ৩ দলের জন্য অনুষ্ঠিত হবে প্লে-অফ রাউন্ড।

প্লে-অফ হয়ে ইউরোতে আসার জন্য এই রাউন্ডে থাকবে ১২ দল। যাদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রতি ভাগে চার দল। চার দলের প্রতিটি গ্রুপে দুটি সেমিফাইনাল ও পরে ফাইনাল অনুষ্ঠিত হবে। তিন গ্রুপ থেকে ফাইনালে জয়ী তিন দল জায়গা পাবে ইউরোতে।

গ্রপ এ         

ওয়েলস-ফিনল্যান্ড     
পোল্যান্ড-এস্তোনিয়া  

গ্রুপ বি

বসনিয়া-ইউক্রেন   

ইসরায়েল-আইসল্যান্ড 

গ্রুপ সি 

জর্জিয়া-লুক্সেমবার্গ

গ্রিস-কাজাখাস্তান

আগামী ২১ মার্চ প্লে-অফের সেমি ও ২৬ মার্চ প্লে-অফ ফাইনাল অনুষ্ঠিত হবে। 

Link copied!