• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

উৎসব মুখর পরিবেশে পর্দা উঠলো হকি চ্যাম্পিয়নস ট্রফির


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২, ০৬:৫৩ পিএম
উৎসব মুখর পরিবেশে পর্দা উঠলো হকি চ্যাম্পিয়নস ট্রফির

ঐতিহাসিক যুগে পদার্পন করলো দেশের হকি। প্রথমবারের মতো বাংলাদেশ হকি ফেডারেশন কর্তৃক আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পর্দা উঠেছে মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে।  

দেশত্মবোধক সঙ্গীতের সঙে মনোমুগ্ধকর নৃত্যের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। নানা রঙের আলোর ফোয়ারা গায়ে জড়িয়ে হকির ঐতিহাসিক যুগে পদার্পনের মুহূর্তকে মাতিয়ে তোলেন  নৃত্য শিল্পীরা।

ঐতিহাসিক এই  দিনে রঙিন সাজে সেজেছে মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম। গ্যালারির প্রত্যেকটা দেয়ালে নতুন করে রঙ করা হয়েছে। চেয়ারগুলোতে দেওয়া হয়েছে মেরুন আর সাদা রঙ। আলোকসজ্জ্বা করে পুরো স্টেডিয়ামকেই দেওয়া হয়েছেন নতুন রুপ।

‘হকি চ্যাম্পিয়নস ট্রফি ২০২২’ নামে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সন্ধায় সাড়ে ছয়টায় মুখোমুখি হয়েছে সাইফ পাওয়ার খুলনার ও একমি চট্টগ্রাম।

দিনের দ্বিতীয় খেলায় রাত সোয়া আটটায় মুখোমুখি হবে রুপায়ন সিটি কুমিল্লা ও ক্রিকেটের সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি দুই দল হলো ওয়ালটন ঢাকা ও মেট্রো এক্সপ্রেস বরিশাল।

Link copied!