• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফিরলেন তামিম-রিয়াদ-সৌম্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০৯:৪২ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ফিরলেন তামিম-রিয়াদ-সৌম্য

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে অধিনায়ক সাকিব আল হাসানকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় কাপ্তানির ভার সামলাবেন লিটন কুমার দাস।

১৫ সদস্যের এই দলে রাখা হয়েছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারকে। সাকিব ছাড়াও বিশ্রাম পেয়েছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজসহ তিন পেসার তাসকিন আহমেদ-হাসান মাহমুদ-শরীফুল ইসলাম।

স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও খালেদ আহমেদ।

Link copied!